চট্টগ্রামে ট্রেনের বগি থেকে পা কাটা যুবক উদ্ধার

চট্টগ্রাম রেলস্টেশনে ময়মনসিংহ এক্সপ্রেসের বগি থেকে আহত অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানা গেছে, ১৬ ঘণ্টার বেশি সময় সময় ধরে বগিতে পড়ে ছিল অজ্ঞাত ওই যুবক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায় রেলওয়ে পুলিশ।

রেলওয়ে সূত্র জানা গেছে, শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় ময়মনসিংহ এক্সপ্রেস। পরে বগি পরিচ্ছন্নতার জন্য ট্রেনটি মার্শালিং ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

শনিবার দুপুর ৩টার দিকে বগি মার্শালিং ইয়ার্ড থেকে ট্রেনে সংযোগ করার জন্য স্টেশনে আনার পর দেখা যায় আহত এক যুবক পড়ে আছে। এই সময় তার কাটা পায়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে রেলওয়ে পুলিশ।

এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর সালাউদ্দিন খাঁন নোমান বলেন, ‘ময়মনসিংহ এক্সপ্রেসের বগি থেকে আহত অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm