চট্টগ্রামে ট্রাকে ধাক্কা অ্যাম্বুলেন্সের, গুরুতর আহত ৭

চট্টগ্রামের কর্ণফুলীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে রোগীর আত্মীয়-স্বজনসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পলাতক হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পিডিবি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে এক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। চট্টগ্রাম শহরে প্রবেশের আগেই কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি।

এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর তিন আত্মীয় গুরুতর আহত হন। সামনের সিটে থাকা এক যুবকের হাতে মারাত্মক চোট লাগে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানা গেছে, শীতের ঘন কুয়াশা ও মহাসড়কে লবণাক্ত পানি জমে থাকায় রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে। তবে দুর্ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন বলে জানান ওসি।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm