চট্টগ্রামে ট্রাকের এক ধাক্কায় নাড়িভুঁড়ি বের হয়ে গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে ক্রসিং মোড়ে এ দুঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম খোরশেদুল আলম জনি (৪২)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় আবু হেনার পুত্র।

এ সময় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জয়নাল সামান্য আহত হলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলযোগে আনোয়ারায় নিজ বাড়িতে ফিরছিলেন জনি ও জয়নাল। এসময় পটিয়া ক্রসিং এলাকায় পৌছলে মিরসরাই থেকে বাঁশখালীগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেল থেকে জনি ও জয়নাল রাস্তার দুই পাশে ছিটকে পড়ে জনি ট্রাকের চাকায় পিষ্ট হন। সাথে সাথেই তার নাড়িভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর আরোহী জয়নাল সামান্য আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যায়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, দুর্ঘটনার পর ট্রাক ও গাড়ির এক হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm