চট্টগ্রামে টিসিবির বোতলজাত ১ হাজার ৭০৮ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করায় জরিমানা গুনেছে এক প্রতিষ্ঠান। এছাড়া বেশি দামে তেল বিক্রি ও মেয়াদ ছাড়া ওষুধ রাখায় আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ অক্টোবর) ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের কাজিরহাট ও নগরীর মোহরায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জানা গেছে, ১ হাজার ৭০৮ লিটার টিসিবির সয়াবিন তেল মজুদ করায় ভূজপুর ইউপির কাজিরহাটে বার আউলিয়া বাণিজ্যালয়কে ১ লাখ টাকা, বেশি দামে তেল বিক্রি করায় আলহা ট্রেডার্সকে ১৫ হাজার ও মেয়াদ ছাড়া ওষুধ রাখায় নগরীর মোহরার আঞ্জুমান ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘ভূজপুর ইউপির কাজিরহাটে বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করায় বার আউলিয়া বাণিজ্যালয়কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদ ছাড়া ওষুধ রাখায় আরও দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযানে নেতৃত্বে দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।
আরএম/ডিজে