চট্টগ্রামে টানা সাত দিন ওয়াসার পানি থাকবে না যেসব এলাকায়

পানি সংগ্রহ করে রাখতে হবে শনিবারের আগেই

চট্টগ্রাম নগরীর বেশকিছু এলাকায় শনিবার থেকে টানা সাত দিন ওয়াসার পানি থাকবে না।

জানা গেছে, কলেজিয়েট গভীর নলকূপ রিজেনারেশন কাজের জন্য শনিবার (১৬ জানুয়ারি) থেকে শুক্রবার (২২ জানুয়ারি) পর্যন্ত বেশ কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে।

চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিজেনারেশন কাজের জন্য কলেজিয়েট স্কুল গভীর নলকূপ হতে কলেজিয়েট স্কুল, মরীচাপাড়া, রাহাত সেন্টার, পূর্ব মাদারবাড়ী, আকতার শাহ লেইন, মাঝিরঘাট, শুভপুর বাস স্ট্যান্ড, পোড়া মসজিদ লেইন, পাঠানটুলী রোড, নাজিরপোলে পানি সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই সময়ে ওয়াসার পানি সরবরাহ করা হবে না বড়ুয়াপাড়া, কাপুড়িয়াপাড়া, কদমতলী, ধনিয়ালাপাড়া, পোস্তারপাড়া, সুপারিপাড়া, আকবরশাহ মাজার লেইন, রাজ বোডিং গলি, ধনিয়ালাপাড়া ছোট মসজিদ, বায়তুশশরফ ও তৎসংলগ্ন এলাকায়।

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ এসব এলাকার গ্রাহকদের শনিবারের (১৬ জানুয়ারি) আগেই পানি সংগ্রহ করে রাখার জন্য অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশও করছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!