চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত পাঁচজনের পরিবারকে নগদ টাকা দেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় তিনি একথা বলেন।
হাসপাতালে চিকিৎসাধীন সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত পাঁচ রোগীর পরিবারকে ২৫ হাজার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক।
মো. মমিনুর রহমান বলেন, ‘আগামী সপ্তাহে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে। এর মধ্যে যেগুলো জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘লোকালয়ের আশপাশে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। যা মানুষের জীবনঝুঁকির পাশপাশি পরিবেশ দূষণও বাড়িয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মমিনুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত ১৯ জন নিহতের পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছি। আজকেও আরও পাঁচজন আহতের পরিবারকে সহায়তা দিয়েছি। এখন পর্যন্ত ২৬টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও ১৭টি পরিচয়হীন মৃতদেহ ডিএনএ পরীক্ষার জন্য রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর আত্মীয়-স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।