চট্টগ্রামে জ্বলছে ফার্নিচার কারখানা, দুই কর্মী পুড়ে অঙ্গার

ভেতরে থাকতে পারে আরও লাশ

চট্টগ্রাম নগরীর কর্নেলহাট সিটি গেইট এলাকার ফার্নিচার তৈরির একটি কারখানায় আগুনে পুড়ে মারা গেছে অন্তত দুজন। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি মিলিয়েও সেই কারখানার আগুন এখনও নেভাতে পারেনি।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে কর্নেলহাট সিটি গেইট এলাকায় ‘পিটুপি ফার্নিচারের’ কারখানায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রামে জ্বলছে ফার্নিচার কারখানা, দুই কর্মী পুড়ে অঙ্গার 1

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সময় ভেতরে শ্রমিকেরা কাজ করছিলেন। আগুনের ভেতর থেকেই দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিক তাদের একজনের নাম সুমন বলে জানা গেছে। অন্য একজন পরিচয় জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কেরোসিন কাঠ হওয়ায় এগুলো অন্যান্য কাঠের চেয়ে বেশি আগুন জ্বলে। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা ধারণা করছি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে জানতে পেরেছি একজনের নাম সুমন, অন্যজনের নাম জানা যায়নি। ভেতরে আর কোন মরদেহ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm