চট্টগ্রাম বিভাগে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সফল করতেঅভ্যর্থনা উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় এমএ আজ স্টেডিয়াম টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে কমিটির আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট সার্থক করতে আলোচনা এবং দায়িত্ব বণ্টন করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাকির হোসেন সরল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহসিন কোভিদ আপেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন, সালাউদ্দিন রুবেল, নাজিমুদ্দিন নয়ন, সাজ্জাদ হোসাইন, আরিফুল ইসলাম আরিফ, আতিফ রহমান, সালাউদ্দিন ইমন, রিয়াদ তালুকদার, আতাউর রহমান রাফি, আব্বে সাত্তার, নুরুদ্দিন তৌহিদ, মোহাম্মদ নূরুল ইসলাম।