চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, পুলিশের ফাঁকাগুলি

জামায়াতের সাবেক নায়েবী আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘হত্যা’র অভিযোগ এনে ঝটিকা মিছিল করেছে চট্টগ্রামের জামায়াত নেতাকর্মীরা। তবে পুলিশ ফাঁকাগুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৪টার দিকে নগরীর আলমাস সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিকাল চারটার পর ৪-৫ শ’ জনের একটি মিছিল জামিয়াতুল ফালাহ থেকে আলমাস সিনেমা হলের সামনে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে ফাঁকাগুলি ছুঁড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এই ঘটনায় এখনও কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদীর মৃত্যুর পর জামায়াত নাশকতা করতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদী।

এর আগে রোববার বিকেলে দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

Yakub Group

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!