চট্টগ্রামে জলাবদ্ধতায় ভোগান্তি, ভারী বৃষ্টিপাত থাকবে আরও দু’দিন

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা অতিবৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম। মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে বৃষ্টি কমলেও জলাবদ্ধতা কাটেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পানির সাথে জোয়ারের পানি ঢুকে পড়ে নগরীর বেশির ভাগ এলাকা পানিতে ডুবে যায়।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ম. ইসমাইল ভূঁইয়া জানান, গতকাল দুপুর ৩টা থেকে আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ১১৩ মিলিমিটার। আজ দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমান ছিল ৪০ মিলিমিটার।

তিনি আরও জানান, জোয়ার শুরু হয় ৭টা ৩৫ মিনিটে। ভাটা শুরু হয় দুপুর ১টা ৩ মিনিটে। যখন ভাটা শুরু হয় তখন জোয়ার স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি ছিল।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬০ মিলিমিটার। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস কর্মকর্তা ম. ইসমাইল ভূঁইয়া আর বলেন, এমন ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টি কমবে। তবে পুরো মাসব্যপী থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে নগরবাসীকে পোহাতে হয়েছে ভোগান্তিও। বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

সকালের বৃষ্টিতে নগরের হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, মুরাদপুর, চকবাজার, ডিসি রোড, বহদ্দারহাট, একেখান ইস্পাহানি সিটি গেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm