চট্টগ্রামে ছাত্রলীগের ‘ফ্ল্যাশ মব’, ভাইরাল ভিডিওতে স্লোগানের ঝড়

চট্টগ্রাম নগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। একটি ভিডিওতে দেখা গেছে এমন চিত্র।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর চট্টেশ্বরী মোড় থেকে সার্সন রোডের দিকে যাচ্ছিল মিছিলটি।

৩৯ সেকেন্ডের ভিডিও চিত্রটিতে দেখা গেছে, ২৫ থেকে ৩০ জন যুবক শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে। এ সময় তারা ‘স্বাধীনতার এইদিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। অনেকে মিছিলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুরে আল মাহমুদে মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ জানুয়ারি সকাল ৬টার দিকে নগরীর জিইসি এলাকায় একটি মিছিল বের করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা সরে পড়েন। সেই মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ নেতাকর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ওই মিছিলে অন্য নেওয়া ছাত্রলীগের পাঁচ কর্মীকে ওইদিন রাতেই গ্রেপ্তার করে পুলিশ। তবে ওই ঘটনায় খুলশী থানার এসআই হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশও করা হয়।

এর একদিন পর ১ ফেব্রুয়ারি ফের আরেকটি মিছিল বের করে ছাত্রলীগ। ওইদিন সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি সড়কের নাজিরপোল মিড পয়েন্ট হাসপাতাল সড়কে মিছিল করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।

এছাড়া গতবছরের ১৮ নভেম্বর মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় দুইদিন অভিযান চালিয়ে মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। দিদারুল আলম চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই মিছিলের জন্য অর্থসহায়তা করেছেন বলে অভিযোগ করে পুলিশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm