চট্টগ্রামে ছাত্রলীগের তিন নেতাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ, পুলিশ জানতো না (ভিডিও)

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক তৌহীদুল ইসলাম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর একদল সদস্য।

এ সময় সমবেত লোকজনের ওপর ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগও করছেন স্থানীয়রা।

বুধবার (১০ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তৌহিদকে সেনাবাহিনী তুলে নিয়ে গেছে খবর পেয়ে আমি এখানে আসছি। আইসা দেখলাম যে নিয়ে চলে গেছে। এখন কিছুই নাই। তারা তৌহিদকে রাঙ্গামাটি সদর জোনে নিয়া গেছে।’

কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানেন কিনা— এমন প্রশ্নের উত্তরে ওসি মাহবুব মিল্কি বলেন, ‘এখনও কিছু জানি না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য হঠাৎ রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার থেকে এসে তৌহিদ চৌধুরী, মুবিন চৌধুরী, ফরহাদ চৌধুরীকে আটক করে।

এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের ওপর লাঠিচার্জ করার ঘটনাও ঘটে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক তৌহীদুল ইসলাম চৌধুরীকে রাঙ্গুনিয়ার রানীর হাট বাজারের ফুলকলি থেকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে এবং সাধারণ মানুষের উপর ব্যাপক লাঠিচার্জ করছে।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!