চট্টগ্রামের আদালতপাড়ায় পুলিশের হামলা ও ভাঙচুর মামলায় আট আসামির সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন—মো. নুরু, মো. দেলোয়ার হোসেন, পার্থ চক্রবর্তী, অপূর্ব শীল, উজ্জ্বল দাস ওরফে জনি দাস, অপু চন্দ্র সাহা, নিলয় দাশ, ধ্রুব দাশ।
এর আগে পুলিশ কড়া নিরাপত্তায় বিকালে পৌনে ৪টার দিকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যায় আসামিদের।
আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াজ উদ্দীন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আট আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৬ নভেম্বর আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। এরপর তাকে প্রিজন ভ্যানে তোলার সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হলে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
এরপরই গত ২৭ নভেম্বর সংঘর্ষে পুলিশের ওপর হামলা ঘটনায় মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়।
আরএ/ডিজে