চট্টগ্রামে চা বোর্ডের জমিতে সবজির চাষ

চট্টগ্রামের বায়েজিদে চা বোর্ডের প্রধান কার্যালয় ও শান্তিনগর আবাসিক এলাকায় পতিত জমিতে সবজির চাষ করেছেন বোর্ডের সচিব মো রুহুল আমিন।

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না—প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এমন ঘোষণার পর পতিত জমি চাষাবাদ শুরু করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এসব পতিত জমিতে চাষাবাদের কাজ শুরু করা হয়। এতে শাক, টমেটো, ধনে পাতা ও কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির বীজ বপন করা হয়।

চা বোর্ডের সচিব মো. রুহুল আমিন বলেন, ‘আমরা পতিত জমিতে শাকসবজি চাষ করছি। এতে টাটকা শাকসবজি খাওয়াসহ দেশের কৃষি ক্ষেত্রের আরও উন্নতি হবে। সবাইকে একাজে এগিয়ে আসা উচিত।’

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান স্যারের নির্দেশে
আমাদের প্রধান কার্যালয়ের পাশাপাশি চা বোর্ডের অধীন চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট,পঞ্চগড় অফিস, বান্দরবান অফিসে নির্দেশনা দিয়ে পত্র পাঠানো হয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm