চট্টগ্রামে চাঁদার টাকা নিতে আসা কুমিল্লার সেই দুদক কর্মকর্তা কারাগারে

চট্টগ্রাম নগরীর এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা নিতে আসার অভিযোগে আটক দুর্নীতি দমন কমিশনের (দুদক) এএসআই কামরুল হুদাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কুমিল্লা থেকে চাঁদার টাকা নিতে চট্টগ্রামে আসেন দুদকের ওই এএসআই।

রোববার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এই আদেশ দেন।

এএসআই কামরুল হুদা কক্সবাজার জেলার কুতুবদিয়ায় উপজেলার বাসিন্দা।

এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর চকবাজার এলাকার একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে আটক করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, কিছুদিন আগে চট্টগ্রাম নগরীর স্বর্ণ ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান, তার বিরুদ্ধে দুদকে যে অভিযোগটি জমা আছে তা ২০ লাখ টাকার বিনিময়ে দফারফা করে দিবেন।

সেই হিসেবে শনিবার রাতে ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসেন কামরুল। সমস্ত বিষয়টি আগ থেকেই পুলিশকে জানিয়ে রেখেছিলেন ব্যবসায়ী পরিমল ধর। পরে পরিমল ধরের তথ্য মতে আটক করা হয় দুদকের ওই কর্মকর্তাকে।

Yakub Group

শনিবার কামরুল হুদার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন পরিমল ধর। সেই মামলায় কারাগারে যেতে হলো কামরুলকে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!