চট্টগ্রামে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, লাফিয়ে বাঁচলেন যাত্রীরা

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী এক চলন্ত রাইডার গাড়িতে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায় , মঙ্গলবার সন্ধ্যায় মইজ্যারটেক এলাকা থেকে যাত্রীবাহী রাইডারটি পটিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পটিয়া পোস্ট অফিস মোড় আসা মাত্রই গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়েন।

তাৎক্ষণিক আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এসময় প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত গাড়িতে আগুন ধরে উঠতে চালক দ্রুত গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দোকান থেকে পানি নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

রাইডারের যাত্রী ফোরকান বলেন, ‘আমি পটিয়া আসার জন্য মইজ্জ্যারটেক থেকে এ রাইডারে উঠি। পটিয়ার কাছাকাছি আসতেই গাড়িতে পোড়া গন্ধ পাওয়া গেলে সবাই বলাবলি করতে থাকি। এ অবস্থায় পটিয়া পোস্ট অফিস এলাকায় পৌঁছাতেই এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা দ্রুত নেমে পড়ে। গাড়িটিতে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন।’

রাইডার চালক মোহাম্মদ আইয়ুব বলেন, ‘যাত্রী নিয়ে মইজ্যারটেক থেকে পটিয়া আসছিলাম। চলতি পথে মুন্সেফ বাজার পার হলে পোড়া গন্ধ অনুভব করি। গাড়ি চালিয়ে পোস্ট অফিস মোড়ে আসতেই হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। তবে গাড়ির কিছুটা ক্ষতি হলেও যাত্রীরা সবাই নিরাপদে নামতে পেরেছেন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!