চট্টগ্রামের কর অঞ্চলগুলোর কার্যালয়ে চলছে আয়কর তথ্য-সেবা মাস। কর কার্যালয়ের সামনেই সেবাপ্রার্থী, কর কর্মকর্তা ও আয়কর আইনজীবীরা সেবা প্রদান করছেন। নভেম্বর মাস জুড়েই সেবা মাস ঘোষণা করেন জাতীয় রাজস্ব বোড (এনবিআর)। তবে করদাতারা নভেম্বরের শেষদিকে এসে ভিড় বাড়ছে রিটার্ন দাখিলের জন্য।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে আয়কর সেবা মাসের কার্যক্রম পরিদর্শনে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করপ্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার। এ সময় তিনি চট্টগ্রামের আগ্রাবাদের চারটি কর অঞ্চলের কার্যক্রম পরিদর্শন করেন।
শাহীন আক্তার আয়কর দাতাদের নির্বিঘ্নে রিটার্ন দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন কর অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের।
এ সময় উপস্থিত ছিলেন কর আপিলাত অঞ্চল চট্টগ্রমের কমিশনার সফিনা জাহান, কর অঞ্চল চট্টগ্রাম-১ এর কমিশনার ইকবাল বাহার, কর অঞ্চল চট্টগ্রাম-৩ এর কমিশনার শাহাদৎ হোসেন সিকদার ও চট্টগ্রাম-৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিন।
এএস/ডিজে