ঘরে আগুন লেগেছে, দুই শিশু তখন অঘোর ঘুমে। আগুনের তাপে সেই ঘুম থেকে যখন ভাঙলো তাদের, তখন আর বেরুনোর কোনো পথ ছিল না। শেষ পর্যন্ত পুড়ে আক্ষরিক অর্থেই ছাই হয়ে গেল দুই শিশুর ছোট্ট শরীর।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল কাহারঘোনায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যাওয়া এই শিশুর একজন ১২ বছর বয়সী স্কুল ছাত্র মুহাম্মদ মিনহাজ এবং অপরজন রুহি মনি নামে ৩ বছরের এক কন্যাশিশু।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়া আবদুস ছমদ মাঝির বাড়িতে আগুন লাগার এই ঘটনা ঘটে।
ভয়াবহ এই আগুনে মুহাম্মদ ইদ্রিসের বসতঘর পুড়ে যায়। সেই সঙ্গে ঘুমন্ত অবস্থায় তার দুই শিশুসন্তান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
সিপি