চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন বছর বয়সী সন্তানসহ দগ্ধ হয়েছেন এক নারী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে নন্দনকাননের ৩ নম্বর হোসেন মঞ্জিল গলির উকিল বাবুর ভবনে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- ওই ভবনের বাসিন্দা মো. কায়সারের স্ত্রী নাসরিন (৩২) ও ছেলে আব্দুল্লাহ আল তায়িফ (৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাড়ি ইনচার্জ নূরুল আলম আশেক।
তিনি জানান, নন্দনকানন এলাকায় নিজ বাসায় রান্না করতে গিয়ে চূলায় গ্যাসের প্রেসার কম থাকায় সিলিন্ডার ঝাঁকাচ্ছিলেন গৃহিনী নাসরিন। এ সময় বিস্ফারণে নাসরিন বক্তার ও তার ছেলে তায়িফ দ্বগ্ধ হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে এনে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। কিন্ত অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে ঢাকায় প্রেরন করা হয়েছে। তাদের অবস্থা খুবই গুরুতর। মায়ের শরীরের ৯০ শতাংশ ও ছেলের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
আইএমই/এমএহক