চট্টগ্রামে গ্যাসের দাম বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের হরতাল

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ সময় নগরীর গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হরতালের সমর্থনে রোববার (৭ জুলাই) ভোর ছয়টা থেকেই নগরের নিউমার্কেট ও আশেপাশে মিছিল-পিকেটিং করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

সকাল ছয়টায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরীর নিউ মার্কেট মোড় থেকে মিছিলের মধ্য দিয়ে হরতাল শুরু হয়। এরপর ধাপে ধাপে নগরীর নিউ মার্কেট মোড়, কদমতলী মোড়, টাইগারপাস মোড়, আন্দরকিল্লা মোড়, সিমেনা প্যালেস মোড়, জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পথসভার মধ্য দিয়ে পালিত হয়েছে বাম গণতান্ত্রিক জোটের হরতালের কর্মসূচি।

চট্টগ্রামে গ্যাসের দাম বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের হরতাল 1

হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। সিনেমা প্যালেস মোড়ে হরতালের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় পুলিশ বাধা দেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বামজোট নেতারা।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা আল কাদেরী জয় বলেন, সকাল থেকে আমরা হরতাল পালন করছি। শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে নগরীতে হরতাল পালিত হচ্ছে৷ সিনেমা প্যালেস মোড়ে আমাদের পথসভায় পুলিশ বাধা দিলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশি বাধার মুখেও আমরা সেখানে পথসভা করেছি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন বলেন, ‘পিকেটাররা শান্তিপূর্ণ ভাবে সভা সমাবেশ করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালে সকাল থেকে চট্টগ্রামে পিকেটিংয়ে অংশ নিয়েছে বাসদ, সিপিবি, গণসংহতি, বাসদ(মার্ক্সবাদী), গণমুক্তি ইউনিয়নসহ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!