চট্টগ্রামে গুলি করে ব্যবসায়ী খুনের ঘটনায় ‘বুড়ির নাতি’ সাজ্জাদসহ আসামি ৫

চট্টগ্রামের চান্দগাঁওয়ে প্রকাশ্যে গুলি করে তাহসিন খুনের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নগরীর চান্দগাঁও থানায় নিহত ব্যক্তির বাবা মো. মুসা বাদি হয়ে এ মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন—একাধিক মামলার আসামি ‘বুড়ির নাতি’ সাজ্জাদ হোসেন, সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল।

এর আগে সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দগাঁও থানার সমশের পাড়া মেডিকেলের পাশে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে খুন করে আসামিরা। খুনিরা ঘটনাস্থলে একটি কালো নোহা গাড়িতে করে এসেছিল।

জানা গেছে, তাহসিন ইট, বালুর ব্যবসা করতেন। ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন। গত ২১ অক্টোবর বিকাল সোয়া ৪টার দিকে এক ট্রাক বালু আনা হয়। ওই সময় তাহসিন ওইখানে যান। এর কিছুক্ষণ পর সাজ্জাদ ও তার সহযোগীরা সেখানে কালো নোহা নিয়ে এসে গুলি করে তাকে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো.তারেক আজিজ তাহসিন হত্যায় মামলার খবরটি নিশ্চিত করেন।

এদিকে ঘটনায় ব্যবহৃত গাড়িটিও শনাক্ত করেছে পুলিশ। চালক ও জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm