চট্টগ্রামে গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত ঘটনাস্থলেই

0

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ কে খান ইস্পাহানি ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

১৮ বছর বয়সী ওই ছাত্রের নাম সাজ্জাদ হোসেন। নিহত সাজ্জাদ ইস্পাহানি মালিপাড়া জনতা কলোনির মো.আবুল হোসেনের ছেলে।

s alam president – mobile

এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ কে খান ইস্পাহানি ফ্যাক্টরির সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাজ্জাদ নামে এক কলেজ পড়ুয়া ছাত্র রাস্তায় পড়ে থাকে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘আমরা গাড়িটি চিহ্নিত করে আটক করার চেষ্টা করছি।’

এএন/সিপি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!