চট্টগ্রামে গর্ভবতী নারীর প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

চট্টগ্রামে ডেঙ্গুতে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন।

মৃত নারীর নাম উম্মে হানি আকতার (২২)। তিনি খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা। ৩৫ সপ্তাহের গর্ভবতী ছিলেন তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মারা যান উম্মে হানি আকতার।

জানা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন ডেঙ্গুর বর্ধিত সিনড্রোমে আক্রান্ত হন। তার লিভার ও পেটে পানি জমে ফুসফুস অকেজো হয়ে পড়ে।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। মারা গেছে ১ জন। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮৬৫ জন। শুধুমাত্র সেপ্টেম্বরের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬৭ জন এবং মারা গেছেন ৭ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm