চট্টগ্রামে খসরু-শাহাদাতসহ বিএনপির শীর্ষ চার নেতার বাসায় ভাঙচুর, তিন জনের গাড়িতে আগুন

চট্টগ্রামের বিএনপির চার শীর্ষ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ। এ সময় তাদের বাড়ির প্রায় ১২-১৪টি গাড়িতে আগুন দেওয়া হয়।

চট্টগ্রামে খসরু-শাহাদাতসহ বিএনপির শীর্ষ চার নেতার বাসায় ভাঙচুর, তিন জনের গাড়িতে আগুন 1
আমীর খসরুর বাসার নিচে গাড়িতে আগুন দেওয়া হয়

তবে বিএনপির দাবি, বাসায় হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন।

চট্টগ্রামে খসরু-শাহাদাতসহ বিএনপির শীর্ষ চার নেতার বাসায় ভাঙচুর, তিন জনের গাড়িতে আগুন 2
মীর নাসিরের বাসায় ভাঙচুর করা হয় বিভিন্ন আসবাবপত্র

শনিবার (৩ আগস্ট) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর চকবাজারের চট্টেশ্বরী এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছিরের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

চট্টগ্রামে খসরু-শাহাদাতসহ বিএনপির শীর্ষ চার নেতার বাসায় ভাঙচুর, তিন জনের গাড়িতে আগুন 3
ডা. শাহাদাত হোসেনের বাসার নিচে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়

একইসঙ্গে চট্টেশ্বরীর ওয়ারসেমিট্রির বিপরীতে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলা চালানো হয়। এ সময় ভবনের নিচে পার্কিং করে রাখা প্রায় ১২টি গাড়িতে আগুন দেওয়া হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশ আবাসিকের বাসায়ও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এ সময় তার একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদী বাগের বাসায়ও হামলা ও গাড়িতে আগুন দেওয়া হয়।

নগর বিএনপির বিলুপ্ত কমিটির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ হামলার পেছনে ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈত্রিক বাসভবনে ইটপাটকেল ছোঁড়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল থেকে।

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাড়িসহ দুই পুলিশ বক্স ভাঙচুর, সাংসদের অফিসে আগুন 1

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর দুই নম্বর গেট এলাকার মেয়র গলির দিকে এগিয়ে যায়। বাড়ির সামনে গিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা। এর একপর্যায়ে মিছিল থেকে কয়েকজন শিক্ষামন্ত্রীর বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন। এতে বাড়ির দোতলার কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় তারা বাড়ির নিচে রাখা দুটি পুরনো গাড়িও ভাঙচুর করে। মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এ সময় বাসায় অবস্থান করছিলেন।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মিছিলটি মুরাদপুর হয়ে বহদ্দারহাটে পৌঁছায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈত্রিক বাসভবন বহদ্দারবাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। তবে এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এর আগে বিকেল ৪টার দিকে নগরীর নিউমার্কেটে মোড়ে দুই ঘণ্টা অবস্থান করে আন্দোলনকারীরা। সেখানে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখে একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ নিউমার্কেট মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করে।

এদিকে বিকেল ৫টার দিকে নিউ মার্কেট মোড় থেকে টাইগারপাস মোড়ে পৌঁছার পর বিক্ষোভকারী শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করেন। তবে ওই সময় সেখানে কেউ ছিল না।

এরপর সেখান থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মিছিলটি লালখানবাজার হয়ে ওয়াসা গিয়ে থামে। তারা এ সময় ওয়াসা মোড় এলাকায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। এর একপর্যায়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এর আগে বিকেল ৩টা থেকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টা অবস্থান করে আন্দোলনকারীরা। সেখানকার পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে মিছিল নিয়ে টাইগারপাসের দিকে অগ্রসর হন তারা। টাইগারপাস মোড়ে পৌঁছে মিছিল থেকে একটি অংশ গিয়ে আবারও সেখানকার পুলিশ বক্স ভাঙচুর শুরু করে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm