চট্টগ্রামে ক্যাসিনোর আদলে জুয়ার আসর চলছিল ৫ বছর ধরে, গ্রেপ্তার দুই নেতা বহিষ্কার

সাংবাদিক দেখে তেড়ে আসেন কাউন্সিলরের অনুসারীরা

৫ বছর ধরে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকায় ক্যাসিনোর আদলে চলে আসছিল জুয়ার আসর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের সহযোগিতায় চলে আসা এই জুয়ার আসর থেকে দুই আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনকে আটক করার পর দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রামে ক্যাসিনোর আদলে জুয়ার আসর চলছিল ৫ বছর ধরে, গ্রেপ্তার দুই নেতা বহিষ্কার 1

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সদর দপ্তরের কয়েক গজ দূরে ওয়াসা মোড়ের মুনতাসির টাওয়ারের সপ্তম তলায় পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ছাড়াও জব্দ করা হয় নগদ টাকা।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পাহাড়তলী ক্লাবের ওই জুয়ার আস্তানায় অভিযান চালায় খুলশী থানা পুলিশ।

জুয়ার আড্ডা থেকে গ্রেপ্তার ৩২ জনের মধ্যে রয়েছেন লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৫০) এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ চৌধুরী বিশু। স্থানীয় কাউন্সিলর আবুল হাসনাত বেলালের ঘনিষ্ঠ মিজানুর রহমান এই জুয়ার আড্ডা থেকে এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন। দলের পরিচয় ব্যবহার করে তিনি জুয়ার আড্ডাটি পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

এদিকে আটক ৩২ আসামিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে আদালতের নন জিআর শাখা থেকে। অভিযোগে জানা গেছে, এ সময় আদালত ভবনে সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের অনুসারীরা।

জানা গেছে, গণমাধ্যমকর্মীরা আদালত ভবনে সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর হামলা করে বেশ কিছু লোকজন। এসময় তারা চ্যানেল টোয়েন্টিফোরসহ বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে ভিডিও ফুটেজ নিতে বাঁধা দেয়। পরিচয় জানতে চাইলে তারা ‘কাউন্সিলরের সমর্থক’ বলে পরিচয় দেন। কোন্ কাউন্সিলর জানতে চাইলে তারা জানান, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর বেলালের সমর্থক তারা।

এদিকে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহম্মেদ ও সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ অন্য নেতৃবৃন্দ এক জরুরি সভায় অসামাজিক কার্যকলাপে (জুয়ার ব্যবসা) জড়িত থাকার অভিযোগে আটক দুই আওয়ামী লীগ নেতা শ্রমবিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৫০) এবং সদস্য বিশ্বজিৎ চৌধুরী বিশুকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছেন।

এর আগে ২০২৩ সালের ২২ মে রাত ১২টায় এ জুয়ার আসরে খুলশী থানা পুলিশ হানা দেয়। ওই সময় সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের অনুসারী মিজানুর রহমান ও বিশ্বজিৎ চৌধুরীসহ সাতজনকে আটক করা হয়।

এছাড়া কমিউনিটি বিট পুলিশের একজন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মর্যাদার এক কর্মকর্তা ও যুবলীগ নেতাও ছিলেন সেখানে। তবে তৎকালীন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা মো. জাহেদ হোসেন (২৬), শাওন হোসেন (১৮), মো. শাহজাহান (২৬), মো. ফারুক আলম (৪১), মজিবুর রহমান (৫৫) ও মো. আইয়ুব আলীকে (৬০) গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছিলেন। তবে এবারের অভিযানেও শাওন ও শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

বহিষ্কৃত সেই দুই আওয়ামী লীগ নেতার সঙ্গে লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের বেশ কিছু ছবি আসে চট্টগ্রাম প্রতিদিনের হাতে। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার কাউন্সিলর বেলালের নম্বরে ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm