কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা দেওয়ানহাট ব্রীজের নিচে রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পুরাতন রেলস্টেশন এলাকায় তারা জমায়েত হচ্ছে না। এছাড়া টাইগারপাস মোড়ে সড়ক পথে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
বৃহস্পরতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাসেল।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, যতদিন পর্যন্ত কোটার নামে মেধাবীদের বঞ্চিত করার অনুশীলন বাদ না দেওয়া হবে ততোদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।
সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ রাসেল বলেন, আমরা এখন ২০১৮ সালের পরিপত্র নিয়ে আন্দোলন করছি না। কেননা সেই পরিপত্রে শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় গ্রেডের কথা উল্লেখ আছে। যেহেতু এই গ্রেডগুলো ছাড়াও বাকি গ্রেডগুলোতে বিপুল সংখ্যক মানুষ চাকরি করে, তাই আমরা এখন সকল গ্রেডের বিষয়ে কথা বলছি। সরকার যতদিন আমাদের দাবি না মানবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
এর আগে বুধবারও (১০ জুলাই) নগরের দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে সড়ক ও রেলপথ অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে শুরু হওয়া আন্দোলনটি চলে সূর্যাস্ত পর্যন্ত। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ও কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন দুটি ছেড়ে যেতে পারেনি।
বিএস/এমএফও