চট্টগ্রামে কুটুমবাড়ী রেস্তোরাঁসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে কুটুমবাড়ী রেস্তোরাঁসহ ৭ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ অক্টোবর) নগরীর খুলশী, বন্দর ও ই‌পি‌জেড থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মূল্য তালিকার চেয়ে বেশি দামে খাদ্যপণ্য বিক্রি করায় ওয়ার কুটুমবাড়ী রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় বাগ‌ঘোনা বাজা‌রের সে‌লিম স্টোর‌কে ৫ হাজার টাকা, হাইলে‌ভেল রো‌ডের লাইফ‌কেয়ার মে‌ডি‌সিন সেন্টার‌কে ৫ হাজার টাকা, বন্দর মেইন মা‌র্কেটের বাহার সওদাগরের দোকানকে ১ হাজার টাকা, তাজু সওদাগরের দোকান‌কে ১ হাজার টাকা, ইউসুফ স্টোরকে ২ হাজার ও ই‌পি‌জেডের আল জিলানী স্টোর‌কে ৫ হাজার টাকা জরিমানা ক‌রা হয়েছে।

ভোক্তা অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মূল‌্য তা‌লিকার চে‌য়ে বে‌শি দা‌মে খাদ‌্যদ্রব‌্য বিক্রি করায় কুটুমবা‌ড়ী রে‌স্তোরাঁ‌কে ১০ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে। এছাড়াও ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আরএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!