চট্টগ্রামে কাস্টমসের নতুন কমিশনার ফাইজুর রহমান

চট্টগ্রামে কাস্টমসের নতুন কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন ফাইজুর রহমান। তিনি বর্তমানে ঢাকার কাস্টমস কমিশনার পদে কর্মরত।

বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে পদায়ন করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাউল সাবেরিন স্বাক্ষরিত এ আদেশে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনকে সিলেটের ভ্যাট কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ভ্যাটের নতুন কমিশনার পদে কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!