চট্টগ্রামে ‘কার্ডিওজেনিক শকে’ ডেঙ্গু রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩

চট্টগ্রামে ডেঙ্গুতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ‘কার্ডিওজেনিক শক’ ও ‘ডেঙ্গু শক সিনড্রোমে’ মৃত্যু হয় তার। এনিয়ে চলতি মাসে ডেঙ্গু কেড়ে নিয়েছে আট জনের প্রাণ। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ জন।

নিহত বৃদ্ধার নাম আনতাহেরা (৬০)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা ছিলেন।

সোমবার (১১ নভেম্বর) রাতে মারা যান তিনি। এর আগে রোববার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন আনতাহেরা।

সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ১২ এবং শিশু ১২ জন।

চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই নারী, ১১ জন পুরুষ এবং ৪ জন শিশু। এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৮ জন। এর মধ্যে চলতি নভেম্বরের আট দিনেই আক্রান্তের সংখ্যা ৫১৩ জন, মৃত্যু হয়েছে আট জনের।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm