চট্টগ্রামে কারিগরি দক্ষতা উন্নয়ন পরীক্ষায় অংশ নিলো ২২১ শিক্ষার্থী

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর ২০২৪ সেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নেয় ২২১ জন শিক্ষার্থী।

চট্টগ্রামে কারিগরি দক্ষতা উন্নয়ন পরীক্ষায় অংশ নিলো ২২১ শিক্ষার্থী 1

শুক্রবার (ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ভূমি জরিপ ছাড়াও বিভিন্ন ট্রেড কোর্স পরীক্ষায় অংশগ্রহণ নেয়।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, শহর সমাজসেবা কার্যালয় -১ এর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, কার্যালয়-১ এর সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র-১ এর প্রধান প্রশিক্ষক দেব প্রসাদ চক্রবর্তী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm