চট্টগ্রামে কারাগার থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন বিএনপি নেতা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমদের (৬০) মৃত্যু হয়েছে। চট্টগ্রাম কারাগারে বন্দী থাকার ২৮ দিনের মাথায় মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে তাঁর মৃত্যু হলো।

সোমবার (১৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় ফকির আহমেদের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব সালাউদ্দিন সেলিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সোমবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ করে মেডিকেল থেকে মরদেহ বাড়িতে আনা হয়।’

গত ১৮ অক্টোবর হাটহাজারীর মন্দির ভাঙচুর ও সহিংসতা মামলায় মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমেদসহ ৩ জনকে মিরসরাই থানা পুলিশ আটক করে। এরপর থেকেই ফকির আহমদ কারাগারে ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!