চট্টগ্রামে কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ, আরও এক আসামি গ্রেপ্তার

0

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবু (২০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) নোয়াখালীর মাইজদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদীর বাসাতেই আলোচিত এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

ঘটনার পর মেহেদী চট্টগ্রাম থেকে পালিয়ে নোয়াখালীর সুধারাম থানার মাইজদীর ফতেপুর এলাকায় তার খালার বাসায় আশ্রয় নিয়েছিলেন। ভোরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন। একইদিন বিকেলে মেহেদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে বলেও জানান ওসি।

এর আগে গত ১১ ডিসেম্বর নগরীর আকবরশাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির একটি বাসায় এক কলেজছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেহেদী ও তার বন্ধু আরিয়ান। এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আকবরশাহ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, আরিয়ানের সঙ্গে তার দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বাসা থেকে এ নিয়ে নিষেধ করায় ওই কলেজছাত্রী আরিয়ানকে এড়িয়ে চলতে শুরু করে। ঘটনার দিন আরিয়ান তাকে ফোন করে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তার বন্ধু মেহেদীর বাসায় আছে জানিয়ে দেখা করতে বললে সেখানে যায় মেয়েটি। পরে ওই কলেজছাত্রী সেখানে গেলে মেহেদী ও আরিয়ান মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় মেহেদীর বাসায় কেউ ছিল না। তার মেয়ের চিৎকার-চেঁচামেচি করলে তা বাইরে যেন শোনা না যায় সেজন্য উচ্চস্বরে গান ছেড়ে দিয়েছিল তারা।

Yakub Group

ঘটনার পাঁচদিন পর মামলার প্রধান আসামি রাকিবুল হাসান ওরফে আরিয়ানকে গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!