লাগামহীন ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামের করোনা শনাক্তের সংখ্য। শনাক্তের মিছিল ক্রমশ বড় হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের মিছিলে যোগ হলেন আরও ১৫৯ জন। এদের মধ্যে ১৫১ জনই নগরের, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।
এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৭ হাজার ২৮ জনে। এদের মধ্যে ২৯ হাজার ২৫৮ জন নগরের ও ৭ হাজার ৭৭০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদের মধ্যে বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন জন। আক্রান্তেদের মধ্যে মারা গেছেন ৩৮৩ জন। যাদের মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা
বৃহস্পতিবার (১৮ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, ‘এসময়ে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১৫১ জন নগরের, বাকি ৮ জন উপজেলার। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি।’
সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৫২ জনের নমুনা পরীক্ষা করে দিনের সর্বোচ্চ ৭১ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।
নগরীর বেসরাকির ইমপেরিয়াল হাসপাতালে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১ জনের নমুনা পরীক্ষা করে তার করোনা মিলেনি।
এমএহক