চট্টগ্রামের করোনা পরীক্ষাগার থেকে ২৪ ঘন্টায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেল ১২ জন। এদের ১১জনই চট্টগ্রামের। তবে রিপোর্ট আসতে আসতেই এই ১১ জনের মধ্যে তিনজন চলে গেছেন না ফেরার দেশে। এদের একজন বাকলিয়ার রাহাত্তারপুলের, অন্যজন চান্দগাঁওয়ের বাসিন্দা। এছাড়া রয়েছেন চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি এক রোগী।
রিপোর্ট আসার আগেই বাকলিয়ার রাহাত্তারপুলে মারা যাওয়া ব্যক্তিটির নাম আরমান হোসেন, বয়স ৭০ বছর। চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থেকে মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল হালিম মিয়া। ৫৬ বছর বয়সী লোকটি ছিলেন বরিশালের ঝালকাঠির বাসিন্দা। অন্যদিকে চান্দগাঁওয়ে আরজু আকতার নামে ১৯ বছর বয়সী যে তরুণটি মারা গেছেন, তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
বুধবার(৬ মে) রাত ১১ টা নাগাদ চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। গত ২৪ ঘন্টায় বিআইটিয়াইডিতে মোট ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় দুজন নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এদের একজন সাগরিকা এলাকার ৫০ বছর বয়সী, অন্যজন নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৬৫ বছর বয়সী নারী। তাদের দুজনের নমুনা নেওয়া হয়েছে গত ৩০ এপ্রিল।
এছাড়া দামপাড়া পুলিশ লাইনের ৪৩ বছর বয়সী একজন পুলিশ সদস্য ও বহদ্দারহাটে ৪০ বছর বয়সী একজন পুরুষের মধ্যেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি।
নগরের বাইরে চট্টগ্রামের দুটো উপজেলা সাতকানিয়া ও সীতাকুণ্ডে একজন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। এর মধ্যে সাতকানিয়ায় ৫৭ বছর বয়সী একজন পুরুষ, সীতাকুণ্ডের ফকিরহাটে ৫০ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন।
করোনা আক্রান্ত হওয়া অন্যজন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪৫ বছর বয়সী পুরুষ।
এআরটি/সিপি