চট্টগ্রামে করোনা টিকার ৪র্থ ডোজ দেওয়া শুরু

চট্টগ্রামে করোনা টিকার ৪র্থ ডোজ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) থেকে যাদের তৃতীয় ডোজ নেওয়ার সময় চার মাস অতিবাহিত হয়েছে তারা চতুর্থ ডোজ টিকা নিতে পারবেন।

১৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম নগরীর স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

জানা গেছে, ১৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালসহ নগরীর স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চালবে।

নগরীর জেনারেল হাসপাতালে ৪র্থ ডোজ টিকা দেওয়ার জন্য একটি কক্ষ নির্ধারণ করে রাখা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, তৃতীয় ডোজ প্রাপ্তির পর চার মাস অতিবাহিত হয়েছে৷ এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ দেওয়া হবে। চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে যেখানে ফাইজার থাকবে না সেখানে সিনোভ্যাকের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনার চতুর্থ ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm