চট্টগ্রামে করোনা আক্রান্ত সাংবাদিকদের ঘরে পুলিশের ঈদ উপহার

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯ সংবাদকর্মীর ঘরে উপহার পাঠিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (২২ মে) এসব উপহার পাঠানো হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সাংবাদিক এবং পুলিশ একসাথেই কাজ করে। সাংবাদিকরা আমাদের সহযোদ্ধা। যারা করোনা আক্রান্ত হয়েছে তারা সংবাদ সংগ্রহ করতে গিয়েই আক্রান্ত হয়েছে। মনোবল চাঙ্গা রাখতেই আমরা আক্রান্ত সাংবাদিক সহযোদ্ধাদের ঈদ উপহার পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এসব পরিবার এখন লকডাউন অবস্থায় আছে। ঘরের মুল ব্যক্তি অসুস্থ এবং পুরো পরিবার অবরুদ্ধ থাকায় এসব পরিবার কষ্টে আছে। করোনা আক্রান্ত সাংবাদিকদের পরিবারের পাশে থাকবে পুলিশ। তাদের যেকোন প্রয়োজনে পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সাড়া দিবে।’

জানা গেছে, চ্যানেল টোয়েন্টিফোর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বার্তা সংস্থা ইউএনবিসহ কয়েকটি গণমাধ্যমের চট্টগ্রামে কর্মরত ৯ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!