চট্টগ্রামে করোনায় দ্বিতীয় মৃত্যু, মারা গেল আক্রান্ত শিশুটিও

করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে পটিয়ার ৬ বছরের প্রতিবন্ধী শিশুটি। রোববার দিবাগত (১৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রতিবন্ধী শিশুটিকে পটিয়া থেকে রাত ২টা ১০ মিনিটে জেনারেল হাসপাতালে আনা হয়। পরে আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে।

করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে চট্টগ্রামে দুজনের মৃত্যু হলো। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতকানিয়ার এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া মোট আক্রান্ত হয়েছে ১৪ জন।

প্রসঙ্গত- ৪ দিন আগে শিশুটি জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হলে ১১ এপ্রিল পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক করোনা অনুমান করে তার শরীরের নমুনা সংগ্রহ করে।

বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় রোববার (১২ এপ্রিল) তার শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের পরই চট্টগ্রাম থেকে রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে পটিয়া উপজেলায় ১টি এ্যামবুলেন্স পাঠানো হয়।

আরএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm