চট্টগ্রামে এসএসসির ফল বদলে গেল ২০৬০ পরীক্ষার্থীর, উত্তরপত্র পুনঃনিরীক্ষণে

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ২ হাজার ৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে ফেল থেকে পাস করেছে ১০২ জন এবং ফেল থেকে জিপিএ ৫ পেয়েছে একজন পরীক্ষার্থী।

মঙ্গলবার (১১ জুন) শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এবার আবেদন জমা পড়েছিলো ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর এবং ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জনের। যা গতবারের তুলনায় দ্বিগুণ জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান।

এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে মোট নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি ১ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর। পয়েন্ট বেড়েছে ৮৭১ জন পরীক্ষার্থীর। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এ ১৬৫ জনের। জিপিএ ও সিজিপিএ দুটোই বেড়েছে ৭০৬ জন পরীক্ষার্থীর।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান বলেন, এবার আবেদন জমা পড়েছিলো ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর এবং ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জন পরীক্ষার্থীর। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm