চট্টগ্রামে এসএসসির ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেল ২৪ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করলেন ৪৫ পরীক্ষার্থী। এই পুনঃনিরীক্ষণে ২৪ জন পেলেন জিপিএ-৫।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ ফলাফল প্রকাশিত হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথমবার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে ৪৫ শিক্ষার্থী পাস করেছে। অকৃতকার্য ৬ জনের নম্বর বাড়লেও তারা দ্বিতীয় নিরীক্ষণেও পাস করতে পারেনি।

৫৬ জন শিক্ষার্থীর মোড় গ্রেড পয়েন্ট (জিপি) বাড়লেও সিজিপিএ বাড়েনি। মোট জিপিএ পরিবর্তন হয়েছে ১৮২ শিক্ষার্থীর।

মোট ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে মোট ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

এদের মধ্যে ৪৯৩ শিক্ষার্থীর ৪৯৮টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়। তবে ফলাফলে নম্বর বাড়লেও জিপি বাড়েনি ২৫৫ জনের।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২১ সালে পুনঃনিরীক্ষণে ২১২ এবং ২০২০ সালে ৬০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিলো।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm