চট্টগ্রামে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সেরা ১০ স্কুল

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ এর দিক থেকে সেরা দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

টানা পাঁচ বছর যেখানে শতভাগ পাস এবং জিপিএ-৫ এর দিকে এগিয়ে সেরার তালিকায় জায়গা থাকত, এবার সেখানে শতভাগ পাসের তালিকায় ছেদ পড়েছে।

পাসের হারের দিক থেকে সেরা তালিকায় ঠাঁই করে নিয়েছে নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। তবে জিপিএ-৫ এর দিকে সেরা তালিকায় নিজেদের আসন অক্ষত রেখেছে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা।

কলেজিয়েট স্কুল থেকে ৪৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী। যার কারণে শতভাগ পাসের তালিকা থেকে সরে যায় কলেজিয়েট স্কুল। তবে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে এবং ৯৯ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩৮ জন পরীক্ষার্থী।

সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় ৪৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন। সেরা তালিকায় এ স্কুল রয়েছে দ্বিতীয় অবস্থানে।

তৃতীয় অবস্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে ৩০৩ জন পেয়েছে জিপিএ-৫ শিক্ষার্থী।

ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে ২৮৫ জন পেয়েছে জিপিএ-৫। শতভাগ পাস এবং জিপিএ-৫ এর দিকে এ স্কুল রয়েছে চতুর্থ অবস্থানে।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ২৮৪ জন। শতভাগ পাস করে জিপিএ-৫ এর দিকে এ স্কুল রয়েছে পঞ্চম অবস্থানে।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৫১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫১৭ জন। ৯৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৫২ জন। তারা রয়েছে সেরা তালিকার ষষ্ঠ অবস্থানে।

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৮৪ জন। যা ৯৯ দশমিক ৩০ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়ে ২০৪ জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। সেরা তালিকায় এ স্কুলের অবস্থান সপ্তম।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৪৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৩৯ জন। ৯৮ দশমিক ২৬ শতাংশ কৃতকার্য হয়ে জিপিএ-৫ এর তালিকায় তারা রয়েছে অষ্টম অবস্থানে। এ স্কুলের ১৭৩ জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৮০ জন। ৯৯ দশমিক ৪৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। সেরা তালিকায় তারা রয়েছে নবম অবস্থানে।

জিপিএ-৫ এর দিকে সেরা দশের তালিকায় রয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। তাদের ১৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাশ করে জিপিএ-৫ পেয়েছে এই স্কুলের ১৫৬ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। যা গতবারের চেয়ে ৫ হাজার ৭৭৭ জন কম।
এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে গত বছরের তুলনায় পাসের হার এবং জিপিএ ৫ দুটোই বেশি। গত বছর যা ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ।

এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!