চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের এক শিশু নালায় পড়ে নিখোঁজ রয়েছে।
ইয়াছিন একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
রোববার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে ইয়াছিন নামের দেড় বছরের শিশু বাসা থেকে বের হয়ে পাশে নালায় পড়ে যায়। তাকে বাসায় দেখতে না পেয়ে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দলের একটি ইউনিট গিয়ে ড্রেনের মধ্যে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে সাড়ে ছয়টা অবধি শিশুটিকে উদ্ধার করতে পারেনি।’
এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনও পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি। একইভাবে নালা এবং খালে পড়ে প্রাণহানি ঘটে চট্টগ্রামের কলেজ ছাত্রী সাদিয়া, শিশু কামাল, সিএনজিচালক সুলতান ও যাত্রী খাদিজা বেগমের।
আইএমই/ডিজে