চট্টগ্রামে এক দিনেই ৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত শনিবার (১৪ জুন) পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ জন, কিন্তু গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা দ্বিগুন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ১৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন মহানগরের ও ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।

রোববার (১৫ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। এর মধ্যে পুরুষ ৪ এবং নারী ৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় (গত শনিবার) ২৪ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছিল।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা .জাহাঙ্গীর আলম জানান, করোনার সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্ত তা সাধারন জনগন আমলে না নিয়ে মাস্ক ছাড়া চলাচল করছেন।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm