চট্টগ্রামে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করা সেই সন্ত্রাসী সোলাইমান বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আওয়ামী লীগ আমলে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট, জিইসি, জাকির হোসেন রোড, আল ফালাহ গলি ও নাসিরাবাদ এলাকায় সক্রিয় ছিল যুবলীগ নেতা সোলাইমান বাদশা গ্রুপ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর একে-৪৭ সদৃশ রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সোলাইমান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোলাইমান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাছিম উদ্দিন সোহেল হত্যামামলার চার্জশিটভুক্ত আসামি।
ষোলশহর দুই নম্বর গেট গ্রিনভ্যালি আবাসিক এলাকার আবু তাহেরের ছেলে সোলাইমান বাদশার বিরুদ্ধে নগর্রীর পাঁচলাইশ, খুলশী ও চকবাজার থানায় পাঁচটি মামলা রয়েছে।
সিপি