চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ করোনা রোগী, রাতে শনাক্ত আরও ১১

দুপুরে চট্টগ্রামে করোনাভাইরাসের এক পরীক্ষাগার থেকে করোনা পজিটিভ রোগী মিলেছিল ৩৮ জন, রাতেই আবার আরেক পরীক্ষাগার থেকে আরও ১১ জনের শরীরে পাওয়া গেল করোনাভাইরাসের জীবাণু। এর মধ্যে রয়েছেন এক নারীও। চট্টগ্রাম নগরীতে এবার করোনাভাইরাসের থাবা ছড়ালো অক্সিজেন, কদমতলী, দেওয়ানহাট ও সল্টগোলায়। সবমিলিয়ে বৃহস্পতিবার একদিনেই চট্টগ্রামে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। যা এ পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসের শনাক্ত রোগী।

শুক্রবার (৮ মে) রাতে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনার সর্বশেষ ১৮৩টি নমুনা পরীক্ষায় মোট ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। যাদের মধ্যে নতুন শনাক্ত ১৩ জন এবং দ্বিতীয় দফার পরীক্ষায় একজনের আবার করোনা পজিটিভ এলো।

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে (৭ মে) বৃহস্পতিবারের ৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগী। এ ৩৮ জনের মধ্যে বিভিন্ন উপজেলার ১৪ জন, মহানগরীর ২৪ জন। এছাড়া রয়েছেন কক্সবাজার ও খাগড়াছড়ির ২ জন। অন্যদিকে কক্সবাজারে চট্টগ্রামের লোহাগাড়ার এক রোগী করোনা শনাক্ত হয়েছেন।

মহানগরীর শনাক্ত হওয়া নয়জনের দুইজন হালিশহরের পুরুষ রোগী। যাদের বয়স যথাক্রমে ৪০ ও ৪২ বছর। একজন দেওয়ানহাটের ৪৮ বছর বয়সী পুরুষ। একজন ইপিজেড সল্টগোলা এলাকার ৪৫ বছরের পুরুষ। একজন অক্সিজেন মুরাদনগর এলাকার ৫০ বছরের পুরুষ। একজন পাহাড়তলীর বাচা মিয়া রোড এলাকার ৬৫ বছরের পুরুষ। একজন
কদমতলী এলাকার ৪০ বছরের পুরুষ। পার্কভিউ হাসপাতালে ভর্তি এক রোগীও আছেন, তিনি ৭৬ বছর বয়সী পুরুষ। এছাড়া রয়েছেন ফৌজদারহাটের করোনা ফিল্ড হাসপাতালের দুজন পুরুষ রোগী। যাদের বয়স ২৮ বছর ও ৪০ বছর।

উপজেলার দুইজনের একজন পটিয়ার ৩৫ বছরের পুরুষ। অপরজন সাতকানিয়া মাদার্শা ইউনিয়নের ৩৮ বছর বয়সী নারী। চট্টগ্রামের বাইরে লক্ষ্মীপুরের রামগতির দুজন পুরুষ রোগীর বয়স ১৮ ও ৩৮ বছর।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় পজিটিভ রোগীর সংখ্যা এক লাফে ৫৯ এর ঘরে পৌঁছেছিল। এর মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০ জনেরই করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ১৯৮টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। যাদের ১৮ জনই চট্টগ্রামের।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm