চট্টগ্রামে একদিনে করোনায় ধরা আরও ২১৮ জন

চট্টগ্রামে করোনা শনাক্তের মিছিল দিনের পর দিন লম্বা হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেই মিছিলে যুক্ত হলেন আরও ২১৮ জন। এদের মধ্যে ১৮৩ জনই নগরের বাসিন্দা। বাকি ৩৫ জন বিভিন্ন উপজেলার। একই সময়ে করোনা কেড়ে নিল আরও একজনের প্রাণ। অন্যদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৪৩ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২৮ হাজার ৩৩০ জন। এদের মধ্যে ২১ হাজার ৭০৭ জন নগরের ও ৬ হাজার ৬২৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৩৬ জন, যাদের ২৪০ জন নগরের এবং ৯৬ জন উপজেলার। অন্যদিকে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৩৩ জন।

বুধবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে জানান, ‘২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি ল্যাবে এক হাজার ৫৭৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২১৮ জনের দেহে। এদের মধ্যে ১৮৩ জন নগরের এবং ৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজনের মৃত্যু হয়েছে।’

সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ৩৩ জনের দেহে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ৫১ জনের দেহে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা পজিটিভ পাওয়া যায় দিনের সর্বোচ্চ ৬৫ জনের দেহে।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

চট্টগ্রামের আরেকটি বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে সর্বশেষ যুক্ত হওয়া করোনার আরেকটি পরীক্ষাগার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা করা হয়নি।

অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতেও (আরটিআরএল) ২৪ ঘণ্টায় ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ আসে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৫ জনের ব্যাপারে বিস্তারিত তথ্য সিভিল সার্জনের দেয়া রিপোর্টে ছিল না।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm