চট্টগ্রামের ১৪ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগী বেড়েছে ১৩৩ জন। তবে সীতাকুণ্ড উপজেলার তথ্য জানা যায়নি।
একদিনের ব্যবধানে চট্টগ্রামের উপজেলাগুলোতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ২৪১ এ পৌঁছেছে। এছাড়া সুস্থ হয়েছে ৮৭ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মিরসরাইয়ে ডায়রিয়া আক্রান্ত হয়েছে ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ জন। সন্দ্বীপে ডায়রিয়া আক্রান্ত ৯ জন, সুস্থ হয়েছে ২ জন। ফটিকছড়িতে আক্রান্ত ১১ জন, সুস্থ হয়েছে ৫ জন। হাটহাজারীতে আক্রান্ত ৬ জন, সুস্থ ১ জন। রাউজানে আক্রান্ত ৩ জন। রাঙ্গুনিয়াতে আক্রান্ত ১৩ জন, সুস্থ ১২ জন। বোয়ালখালীতে আক্রান্ত ৩০ জন, সুস্থ ১৫ জন।
এছাড়া আনোয়ারায় আক্রান্ত ২৭ জন, সুস্থ ১৩ জন। পটিয়াতে আক্রান্ত ৫০ জন, সুস্থ হয়েছেন ১০ জন। বাঁশখালীতে আক্রান্ত ১৫ জন, সুস্থ ৭ জন। কর্ণফুলী আক্রান্ত ৩০ জন, সুস্থ ১৫ জন। চন্দনাইশে আক্রান্ত ১২ জন এবং সাতকানিয়া ৬ জন।
এর আগের দিন ডায়রিয়া আক্রান্ত হয়েছিল ১০৮ জন। সুস্থ হয়েছিল ৫৫ জন।
আইএমই/ডিজে