চট্টগ্রামে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেও পরীক্ষার আসনে বসছে না ৯ হাজার ৩৫০ জন শিক্ষার্থী। এসব পরীক্ষার্থীর কেউই ফরমপূরণ করেনি। অন্যদিকে, এবার ১ লাখ ১১ হাজার ৩৫১ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ১ জন শিক্ষার্থী। একইসঙ্গে গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৩৩ জন।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা এটিকে অশনিসংকেত বলছেন। তাদের মতে, দারিদ্র্য, বাল্যবিয়ে, কিশোর গ্যাং, কর্মে প্রবেশসহ বিভিন্ন কারণে শিক্ষার্থী ঝরে পড়ছেন। এভাবে চলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যত প্রজন্মের ওপর।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ সেশনে কলেজে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করেছে ১ লাখ ১১ হাজার ৩৫১ জন। পরীক্ষার জন্য ফরমপূরণ করেননি ৯ হাজার ৩৫০ জন। এর মধ্যে এসএসসি পাস করার পর পর কলেজে রেজিস্ট্রেশনের আগেই ঝরে গেছে ৮ হাজার ৭৩৫ জন।
তবে পরীক্ষার্থী কমলেও এবার বেড়েছে কলেজের সংখ্যা। গতবার যেখানে ২৮৭ কলেজের পরীক্ষার্থী অংশ নিলেও এবার সে সংখ্যা ৩০৭।
এছাড়া ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ৩৪ জন। সেহিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৩৩ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ১০ হাজার ৬৩৮ জন ছাত্র ও ১১ হাজার ৭৭৯ জন ছাত্রী। মানবিকে ১৭ হাজার ২৭৩ জন ছাত্র, ২৭ হাজার ৮৪৯ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষায় ছাত্র ১৬ হাজার ২২৮ জন এবং ছাত্রী ১৬ হাজার ২৬৭ জন। গাহর্স্থ্য বিজ্ঞানে ১ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) ছাত্র পরীক্ষার্থী ৩১ হাজার ৮৩৯ জন আর ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। এর মধ্যে নগরে ছাত্র পরীক্ষার্থী ১৬ হাজার ৮৬৭ জন, ছাত্রী ১৮ হাজার ৭১৭ জন।
কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার মধ্যে কক্সবাজারে ছাত্র ৪ হাজার ৭২২ জন ও ছাত্রী ৭ হাজার ২৮৩ জন। রাঙামাটিতে ছাত্র ২ হাজার ৪১৬ জন ও ছাত্রী ৩ হাজার ১৩৮ জন। খাগড়াছড়িতে ছাত্র ৩ হাজার ৩০৬ জন ও ছাত্রী ৩ হাজার ৭৭৬ জন। বান্দরবান জেলায় ছাত্র ১ হাজার ৮৫৬ জন ও ছাত্রী ২ হাজার ১৫ জন।
পরীক্ষার্থীদের জন্য ৩০টি সাধারণ ও ১০টি বিশেষ টিম ভিজিল্যান্স টিম থাকবে।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পরীক্ষার্থীদের ঝরে পড়ার পেছনে রয়েছে দারিদ্র্য, বাল্য বিয়ে, মানসম্মত শিক্ষার অভাব, কর্মে প্রবেশ, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া অন্যতম। এছাড়া আরও বিভিন্ন কারণে পড়ালেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম গড়তে নেতিবাচক প্রভাব পড়বে।’
আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। তাদের জন্য পরীক্ষাবিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে আসতে হবে, কোনো প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস আনা যাবে না বলে জানোনো হয়েছে সেই নির্দেশনায়।
ডিজে