বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পেছানো এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে
রোববার (২৭ আগস্ট) থেকে। পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে বন্ধের দিনেও খোলা থাকবে শিক্ষাবোর্ড। একইসঙ্গে ১০ বিশেষ পরিদর্শক দলের সঙ্গে থাকবে ৫২ সাধারণ পরিদর্শক দল।
এইচএসসি ও সমমানের পরীক্ষার আগের দিন শনিবার (২৬ আগস্ট) পরীক্ষার্থীদের জরুরি কাজের প্রয়োজনে পরীক্ষা শাখা, কল শাখা ও হিসাব শাখা খোলা থাকবে।
বুধবার (২৩ আগস্ট) চট্টগ্রাম শিক্ষাবোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট (রোববার) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীদের জরুরি কাজের প্রয়োজনে আগামী (২৬ আগস্ট) শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বোর্ডের পরীক্ষা শাখা, কল শাখা ও হিসাব শাখা খোলা থাকবে।
এই বছর সুষ্ঠুভাবে পরীক্ষার কাজ তদারকের জন্য ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল গঠন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড । পাশাপাশি খোলা হয় কন্ট্রোল রুম।
চট্টগ্রাম বোর্ড থেকে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিবে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী।
আরএ/ডিজে