চট্টগ্রামে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার নাহলেও অনুপস্থিত ছিল ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৩০৭টি কলেজ থেকে মোট ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মহানগরসহ চট্টগ্রাম জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৭১ হাজার ৫২৩। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। শুধু মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৩১৮। এর মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য বসে ৮৭ হাজার ৮৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৩০। এ ক্ষেত্রে অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ৩৯ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য মোট ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। আজ প্রথম দিনের পরীক্ষায় ১২৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
এদিকে সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় চট্টগ্রাম নগরের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
আরএ/ডিজে