চট্টগ্রামে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে পাস ১০১ পরীক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

এইচএসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ১০১ পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে আরও ৬১ পরীক্ষার্থী। তবে ফেল থেকে পাস করাদের মধ্যে জিপিএ-৫ কেউ পায়নি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

এবার পুনঃনিরীক্ষণ আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১০১ জন।

নম্বর বাড়লেও পাস করতে পারেনি ৭১জন শিক্ষার্থী। তাছাড়া নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি ১ হাজার ২০৮ জন শিক্ষার্থীর। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন।

গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান বলেন, এইচএসএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদনের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm